Please use this identifier to cite or link to this item: https://ir.vidyasagar.ac.in/jspui/handle/123456789/7219
Title: ক্ষমতার ইতিহাস
Authors: তালুকদার, পৌলমী
Keywords: ক্ষমতা
আগ্রাসন
ব্যক্তি-স্বাধীনতা
আধিপত্য
Issue Date: 1-Aug-2024
Publisher: Registrar, Vidyasagar University on behalf of Vidyasagar University Publication Division ,Midnapore, West Bengal er, India, 721102
Series/Report no.: Volume - 26;
Abstract: সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সর্বাধিক সমালোচিত ও প্রতিস্পর্ষী ধারণাগুলির মধ্যে অন্যতম হল ক্ষমতার ধারণা। ক্ষমতার ধারণাটি বিশেষ করে রাজনীতির সাথে সরাসরি যুক্ত হলেও সব ধরনের সামাজিক সম্পর্কের মধ্যেই তা বিদ্যমান। এই মর্মে ফুকো (১৯৬৯) বলেছিলেন যে, যেকোনো সম্পর্কই ক্ষমতার সম্পর্ক এবং তা সমাজের সকল ক্ষেত্রেই বিধৃত। এর কোনো নির্দিষ্ট উৎস মুখ নেই। ক্ষমতা তত্ত্বের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ক্ষমতা শব্দটির দুটি পৃথক অর্থ রয়েছে। যাকে অবলম্বন করে প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত ক্ষমতার ধারণাগত বিবর্তনে মূলত দুটি ধারা পাওয়া যায়; সেই দুই ধারাকে যে শব্দযুগলের দ্বারা প্রকাশ করা হয়েছে তা হল "power over" এবং "power to"-প্রথমটি হল হল কোনো কিছু করার সামর্থ্যরূপ ক্ষমতা (power to) এবং দ্বিতীয় অর্থ হল ক্ষমতার ঊর্ধ্বস্থিতি (power over)। এই দুই প্রকার ক্ষমতার ধারণাকে কেন্দ্র করে চিন্তাবিদদের মধ্যে বিস্তর মতবিরোধ গড়ে উঠেছে। ক্ষমতার এই দুটি অর্থ পরস্পর বিরোধী। তবে ক্ষমতার পাশ্চাত্য তত্ত্বগুলিকে পর্যালোচনা করে দেখা যাবে "ক্ষমতার ঊর্ধ্বস্থিতি" রূপ আগ্রাসনী ক্ষমতার ধারণাটিই সবার্ধিক গুরুত্ব পেয়ে এসেছে। এই নিবন্ধে, আমি ক্ষমতা তত্ত্বের বিবর্তনের ঐতিহাসিক পটভূমি পর্যালোচনা করে দেখব ক্ষমতার বিবিধ ব্যাখ্যায় কাঠামোগত কোনো পরিবর্তন ঘটেনি। প্রাচীন, মধ্যযুগীয়, রেনেসাঁর সময়ে প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস লক, রুশো, ম্যাক্স ওয়েবার, ডাল, এবং হান্না আরেন্ট প্রমুখের ক্ষমতার ধারণায় আপাত পরিবর্তন লক্ষ করা গেলও আমূল কোনো পরিবর্তন ঘটেনি। ক্ষমতার আলোচনায় সামগ্রিকভাবে সকলের স্বাধীনতা, পারস্পরিক সম্পর্ক, ব্যক্তি-বৈশিষ্ট্যের প্রাধান্য প্রভৃতি গুরুত্বপূর্ণ দিকগুলির প্রসঙ্গ আসাটা প্রাসঙ্গিক হলেও এযাবৎ যত তত্ত্বই পাওয়া গেছে তাতে স্বাধীনতা এবং ক্ষমতায়নের মধ্যের যে অন্বয়ী সম্পর্ক থাকা উচিৎ ছিল তা এই ক্ষমতা-তত্ত্বগুলি সুনিশ্চিত করতে পারেনি। এই প্রবন্ধে সেই প্রেক্ষপটই বিশ্লেষণ করব।
Description: PP: 110-128
URI: http://inet.vidyasagar.ac.in:8080/jspui/handle/123456789/7219
ISSN: 0975-8461
Appears in Collections:Philosophy and the Life-world Vol 26 [2023-2024]

Files in This Item:
File Description SizeFormat 
7_Poulomi Talukdar.pdfPP: 110-128582.47 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.